― বিজ্ঞাপন―

spot_img

গণ অধিকার পরিষদের বিক্ষোভ ইসকনকে নিষিদ্ধের দাবিতে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহতের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাতে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। একই...
হোমবিশ্বরাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের নতুন প্রধান নিয়োগ

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের নতুন প্রধান নিয়োগ

কৃষ্ণসাগর নৌবহরের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে রাশিয়া।

কৃষ্ণসাগরে রুশ সামরিক জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এমন প্রেক্ষাপটে গত  মঙ্গলবার রাশিয়া তার কৃষ্ণসাগর নৌবহরের নেতৃত্বে বদল আনল।

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের নতুন প্রধানের নাম ভাইস অ্যাডমিরাল সের্গেই পিনচুক (৫২)।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার হিসেবে পিনচুককে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঝক্কি-ঝামেলায় থাকা রুশ নৌবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে নতুন এই নিয়োগ দেওয়া হলো।

গত মাসেই নৌবাহিনীর প্রধান বদল করে রাশিয়া। অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয় আলেকজান্ডার মোইসিয়েভকে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলছে। কিয়েভের দাবি, এই সময়কালে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর এক-তৃতীয়াংশ জাহাজ ধ্বংস করেছে তারা।

স্থলযুদ্ধে এগিয়ে আছে রাশিয়া। তবে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে একের পর এক সামরিক জাহাজ হারানোটা রাশিয়ার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। রাশিয়া এখন তার নৌবাহিনীতে রদবদল এনে ধাক্কা সামলানোর চেষ্টা করছে।