November 27, 2024
চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। ২৬ নভেম্বরছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের বিক্ষোভ ইসকনকে নিষিদ্ধের দাবিতে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহতের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাতে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

গণ অধিকার পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সেখানে বলা হয়, চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েক দিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি কোনোভাবেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যরা আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা যদি নিরাপদে না থাকেন, তাহলে কোথায় তাঁরা নিরাপদে থাকবেন।

শাকিল আরও বলেন, ইসকনের সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পাঁয়তারা করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ইসকনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে।

দলটি এই হত্যার বিচার দাবির পাশাপাশি দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে ছাত্র–জনতা দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন দলটির নেতারা।

Check Also

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুর বিভাগের দলীয় নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ৩০ মার্চ

বিভেদ সামনে আনলেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভেদ এখন প্রকাশ্যে আসছে বলে জানিয়েছেন রংপুর বিভাগের আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.