September 4, 2024
বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশ টেলিভিশনে হামলা–আগুন, সম্প্রচার বন্ধ।(বিটিভি)

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বিকেল তিনটার দিকে ওই হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশ টেলিভিশন

রামপুরায় বিটিভি কার্যালয়ে হামলা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালানো হয় । হামলাকারীরা ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলা তিনটার পর শতাধিক ব্যক্তি প্রধান ফটক ভেঙে বিটিভি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। এ সময় প্রধান ফটকের বাইরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে ভেতরে ঢুকে শোভা বর্ধনকারী বিভিন্ন ফুল গাছের টব ভাঙচুর করেন। এ সময় বিটিভির বিভিন্ন ফ্লোরের কর্মকর্তা–কর্মচারীদের আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিটিভিতে কক্সবাজারের সমুদ্রসৈকত নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র বারবার দেখানো হচ্ছে।

Check Also

রাজধানীর বিজয়নগরে এবি পার্টি গণ-ইফতার কর্মসূচির আয়োজন করে।ছবি: সংগৃহীত

বান্দরবানে অস্ত্র ও ব্যাংক লুটের ঘটনায় এবি পার্টির উদ্বেগ

বান্দরবানে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও ব্যাংক লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *