September 13, 2024
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

মেহজাবীন কোথায়?

তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় তিনি। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন সহজেই। বলছি, এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। বহু বছর ধরে টিভি নাটকে তাঁর দর্শকপ্রিয়তা তুঙ্গে। উপহার দিয়েছেন বহু দর্শকনন্দিত নাটক। ওয়েব ফিল্মেও মেহজাবীনের জুড়ি মেলা ভার। যেকোনো চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন ‘আরারাত’, ‘পুনর্জন্ম’ অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

এই ঈদে মেহজাবীনের আলোচিত কোনো কাজ চোখে পড়েনি। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও টেলিভিশনের অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা মিলছে না তাঁর। তাহলে অভিনেত্রী কোথায়, এই প্রশ্নের জবাব দিয়েছেন মেহজাবীন নিজেই। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, এগুলো বাংলাদেশে তোলা নয়, তোলা হয়েছে বিদেশের মাটিতে। ক্যাপশনে পুরো বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

লিখেছেন, ‘আমার জন্য ঈদের ছুটি মাত্রই শুরু হলো’। সেই ছবিগুলো যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তোলা সেটিও স্পষ্ট করেছেন মেহজাবীন চৌধুরী।

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, ঈদের ছুটিতে কুয়ালালামপুরে গিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী। মেহজাবীনের এই ভ্রমণের তত্ত্বাবধান করছে ট্রিপনেস্ট নামে একটি ট্রাভেল কোম্পানি। সেটিও ফেসবুকে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি বড় পর্দায় আসছেন বলে ঘোষণাও দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। জানান, ‘সাবা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর। প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও। সেখানে দেখা যায় এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে।

সূত্রঃ প্রথম আলো

Check Also

স্ত্রীর সঙ্গে তামিম মৃধা। ছবি: ফেসবুক

বিয়ে করেছেন কাকে অভিনেতা তামিম মৃধা

অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা বিয়ে করেছেন। পারিবারিকভাবে আজ শুক্রবার মিরপুরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *