September 13, 2024
রাশমিকা মান্দানা।এএনআই
রাশমিকা মান্দানা।এএনআই

প্রথমবারের মতো এই প্যান ইন্ডিয়া তারকার সঙ্গে রোমান্স করবেন রাশমিকা

‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর আবার আলোচনায় দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। দর্শকেরা এখন অপেক্ষায় ‘পুষ্পা ২’ সিনেমার। কারণ, বহুল প্রতীক্ষিত এ সিকুয়েল সিনেমায় আবার দেখা যাবে রাশমিকা ও আল্লু অর্জুনের জুটি। এর মধ্যেই আরেকটি সিনেমায় রাশমিকার অভিনয়ের কথা জানা গেল।

এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জোর গুঞ্জন রাশমিকাকে ‘স্পিরিট’ ছবির নায়িকা হিসেবে দেখা যাবে।

‘অ্যানিমেল’ হিটের পর সত্যিই কি পারিশ্রমিক দ্বিগুণ করেছেন রাশমিকা

‘অ্যানিমেল’ হিটের পর সত্যিই কি পারিশ্রমিক দ্বিগুণ করেছেন রাশমিকা

এই ছবিতে প্যান ইন্ডিয়া তারকা প্রভাসের সঙ্গে তাঁর রসায়ন দেখা যাবে। গুঞ্জন সত্যি হলে রাশমিকা ও প্রভাস প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় আসবেন।

‘স্পিরিট’ পরিচালনা করবেন সন্দীপ রেড্ডি ভাংগা। ‘অর্জুন রেড্ডি’, ‘কবির সিং’ আর ‘অ্যানিমেল’ পরিচালনার পর তিনি এখন এক পরিচিত নাম।

প্রভাস। ইনস্টাগ্রাম থেকে
প্রভাস। ইনস্টাগ্রাম থেকে

সন্দীপ জানিয়েছেন, চলতি বছরই তিনি এ ছবির শুটিং শুরু করবেন।

‘অ্যানিমেল’ ছবির শুটিংয়ের পরই সন্দীপ রাশমিকাকে নিয়ে আবারও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কারণ, এই ছবির সময় তাঁদের মধ্যে দারুণ বোঝাপড়া দেখা গিয়েছিল। আর রাশমিকার পেশাদারি আচরণ সন্দীপকে অত্যন্ত প্রভাবিত করেছে।

‘অ্যানিমেল’-এ রণবীর ও রাশমিকা। ভিডিও থেকে নেওয়া
‘অ্যানিমেল’-এ রণবীর ও রাশমিকা। ভিডিও থেকে নেওয়া

এদিকে রাশমিকা এখন ‘পুষ্পা টু: দ্য রুল’ ছবির শুটিংয়ে ব্যস্ত। হায়দরাবাদে এই ছবির শুটিং হচ্ছে। এর পাশাপাশি তিনি দুই তেলেগু ছবি ‘রেনবো’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির শুটিং করছেন। তাঁকে ভিকি কৌশলের সঙ্গে হিন্দি ছবি ‘ছাওয়া’-তে দেখা যাবে।

Check Also

৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকেন্দ্রে প্রধান ফটকের সামনে এই অভিনেত্রী।ছবি: জয়ার ফেসবুক

‘জামাল কুদু’ গানের সঙ্গে জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে শুটিং বা কাজ ছাড়া তেমন ফেসবুক পোস্ট করতে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *