November 21, 2024
রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে আজ মঙ্গলবার ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেন বিএনপির নেতারা।
রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে আজ মঙ্গলবার ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেন বিএনপির নেতারা।

এতিম ও আলেমদের নিয়ে বিএনপির ইফতার

রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতারের এ আয়োজন করা হয়।

এই ইফতারে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।

ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যোগ দিয়ে ওলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে আজ মঙ্গলবার ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেন বিএনপির নেতারা।
রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে আজ মঙ্গলবার ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেন বিএনপির নেতারা।

এই ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলেমদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ অলিউল্লাহ প্রমুখ।

প্রতিবছর রমজানের প্রথম দিন বিএনপি ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও এতিম ও ওলামা–মাশায়েখদের নিয়ে ইফতার করল দলটি।

সূত্রঃ প্রথম আলো

Check Also

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুর বিভাগের দলীয় নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ৩০ মার্চ

বিভেদ সামনে আনলেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভেদ এখন প্রকাশ্যে আসছে বলে জানিয়েছেন রংপুর বিভাগের আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.