July 26, 2024
আন্না বেজার্ড
আন্না বেজার্ড

বিশ্বব্যাংকের এমডি এখন ঢাকায়

আন্না বেজার্ড
আন্না বেজার্ড

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ড এক দিনের সফরে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশে এটি তাঁর প্রথম সফর।

এদিকে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাসস জানায়, এক দিনের এই সফরকালে আন্না বেজার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরকালে আন্নার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বাংলাদেশের স্বাধীনতার পর বিশ্বব্যাংক এ দেশের প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে ছিল। এরপর আন্তর্জাতিক অর্থ সংস্থাটি বাংলাদেশকে ৪১ বিলিয়ন বা ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয়, যার অধিকাংশই অনুদান।

বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তায় বৃহৎ কর্মসূচি চলমান রয়েছে।

সূত্রঃ প্রথম আলো

Check Also

গ্রেপ্তার।প্রতীকী ছবি

ট্রাস্ট ব্যাংকের মামলায় গ্রেপ্তার শীর্ষ ঋণখেলাপি মাকসুদুর রহমান

ঋণখেলাপির মামলায় ইস্পাত খাতের কোম্পানি মডার্ন স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *