December 3, 2024
পবিত্র জুমাতুল বিদা আজ। নামাজ আদায় করছেন মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা, ০৫ এপ্রিল।
পবিত্র জুমাতুল বিদা আজ। নামাজ আদায় করছেন মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা, ০৫ এপ্রিল।

পবিত্র জুমাতুল বিদা পালিত

পবিত্র জুমাতুল বিদায় আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন। অনেকে মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় জায়নামাজ, পাটি ও কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।

জুমার নামাজ আদায়ের পর মসজিদে মসজিদে দেশ–জাতির কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনে গণহত্যার শিকার মুসলমানদের জন্যও বিশেষভাবে দোয়া করা হয়।

ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে আজ জুমার নামাজ আদায়ের পর প্রয়াত মা-বাবা ও আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন।

মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা পবিত্র রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। আর রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের জন্য অত্যন্ত মূল্যবান, যা জুমাতুল বিদা নামে পরিচিত।

দল বেঁধে জুমার নামাজ পড়তে যাচ্ছে ওরা। হরিপুর, রংপুর, ৫ এপ্রিল

দল বেঁধে জুমার নামাজ পড়তে যাচ্ছে ওরা। হরিপুর, রংপুর, ৫ এপ্রিলছবি: মঈনুল ইসলাম

জুমাতুল বিদা ‘আল কুদস’ দিবস হিসেবেও পালিত হয়েছে। কুদস অর্থ পবিত্র। ‘আল কুদস’ বলতে বোঝায় ফিলিস্তিনে অবস্থিত পবিত্র মসজিদ, যা মসজিদুল আকসা বা ‘বায়তুল মুকাদ্দাস’ নামে পরিচিত। ১৯৭৯ সাল থেকে ‘আল আকসা’ মসজিদকে মুক্ত করার লক্ষ্যে সমগ্র মুসলিম উম্মাহ প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার ‘আল কুদস’ দিবস পালন করে থাকে। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস।

এবার রমজান মাসে জুমাতুল বিদার পরপরই এসেছে পবিত্র শবে কদর। দেশে আগামীকাল শনিবার রাতে পালিত হবে শবে কদর।

সূত্রঃ প্রথম আলো

Check Also

শুক্রবার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।ছবি: সংগৃহীত

মেট্রোরেলের সুবিধা পুরান ঢাকাবাসীও পাবেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মেট্রোরেলের সুবিধা পুরান ঢাকাবাসীও পাবেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সদরঘাটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.