― বিজ্ঞাপন―

spot_img

পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,...

ঈদে ছুটি আসলে কত দিন

হোমবিশ্বইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহতের খবর

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহতের খবর

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দোনেৎস্কে পৌঁছানোর আগে ওই সেনারা ঘটনাস্থলে একত্র হয়েছিলেন বলে বিবিসিকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

গতকাল মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শোইগু। তবে দোনেৎস্কে হামলার বিষয়ে কোনো কথা বলেননি।

জানা গেছে, নিহত সেনারা রাশিয়ার ৩৬তম মটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্য। সাধারণত তাঁদের সাইবেরিয়ার ট্রান্সবৈকাল এলাকায় মোতায়েন করা হয়ে থাকে। রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ওলেগ মোইসেইয়েভকে বরণ করে নিতে দোনেৎস্কের ত্রুদোভোস্কে এলাকায় ওই সেনারা অপেক্ষা করছিলেন। তখনই হামলা চালানো হয়। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

হামলার ঘটনার পর বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে। এমন একটি ভিডিওতে দেখা গেছে, একটি খোলা জায়গায় অনেক রুশ সেনার মরদেহ পড়ে আছে। বেঁচে যাওয়া অনেকে বলছেন, প্রায় ৬০ জন নিহত হয়েছেন। অপর একটি ভিডিওতে এক সেনাকে বলতে শোনা যায়, বাহিনীর কর্মকর্তাদের নির্দেশেই তাঁরা একত্র হয়েছিলেন। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি।

ট্রান্সবৈকাল অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ওসিপভ বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে দোনেৎস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। ওসিপভ জানিয়েছেন, পরে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হবে।