― বিজ্ঞাপন―

spot_img

পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,...

ঈদে ছুটি আসলে কত দিন

হোমUncategorizedসাকিবের আউটে তামিমের উদ্‌যাপনের হাইলাইটস দেখবেন মুশফিক

সাকিবের আউটে তামিমের উদ্‌যাপনের হাইলাইটস দেখবেন মুশফিক

ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। রংপুর রাইডার্সের সাকিব আল হাসান আউট হওয়ার পর ফরচুন বরিশালের তামিম ইকবাল উদ্‌যাপন করছেন। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় সাকিবের স্পেলের প্রথম বলে তামিমের আউট হওয়ার দৃশ্যও। সাম্প্রতিক সময়ের দুজনের সম্পর্কের তিক্ততার কারণেই রংপুর-বরিশালের খেলাটাই হয়ে উঠেছিল সাকিব-তামিম লড়াই। তার ওপর ম্যাচের মধ্যে এমন দৃশ্য যেন সেই আগুনে ঘি ঢেলেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য ম্যাচের মধ্যে তামিমের উদ্‌যাপন দেখেননি। তবে কৌতূহলী মুশফিক ম্যাচের হাইলাইটসে গিয়ে সেই মুহূর্তটি দেখবেন, ‘(সাকিবের আউটের পর) তামিমের উদ্‌যাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদ্‌যাপন) দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’

সাকিবের বলে আউট হন তামিম
সাকিবের বলে আউট হন তামিমপ্রথম আলো

বরিশালের অধিনায়ক তামিম আজ আউট হয়েছেন সাকিবের স্পেলে প্রথম বলেই। সাকিবের শর্ট বল কিছুটা স্পিন করে লাফিয়ে ওঠায় খেলতে গিয়ে দ্বিধায় ভুগে ক্যাচআউট হন তামিম। ম্যাচের ওই মুহূর্ত নিয়ে মুশফিককে প্রশ্ন করা হলে উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? (হাসি) এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে (দুজনের বৈরিতা) দেখেন, তাহলে হতে পারে। আর যদি না দেখেন, তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার।’

পরে সাকিবের বলে তামিমের আউট হওয়ার বিশ্লেষণে মুশফিক যোগ করেন, ‘ওই বলটা যদি খেয়াল করেন, এর আগে যতগুলো বোলার বল করেছে, গ্রিপ পায়নি বা বাড়তি বাউন্স করেনি। সাকিব যে লেংথে করেছে, ওই লেংথটায় বল পড়ে স্কিড করে আসার কথা কিন্তু সেটা পড়ে একটু এক্সট্রা বাইট (বাউন্স) করেছে। তাই তামিম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে পুল মারবে, নাকি ফ্লিক বা গ্ল্যান্স করে ১ রান নেবে। তো সিদ্ধান্তহীনতা আসলে এতটুকুই লাগে একটা ব্যাটসম্যানের। একটা বলই লাগে।’

কাঁধে পুরোনো চোটের জায়গায় ব্যথা পেয়েছেন পেয়েছেন মাহমুদউল্লাহ
কাঁধে পুরোনো চোটের জায়গায় ব্যথা পেয়েছেন পেয়েছেন মাহমুদউল্লাহপ্রথম আলো

এই ম্যাচে কাঁধের পুরোনো চোটের জায়গায় ব্যথা পেয়েছেন ফরচুন বরিশালের আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ৯ বলে ৯ রান করে আউট হওয়া মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানতে চাইলে মুশফিক বলেন, ‘রিয়াদ ভাইয়ের চোট যতটুকু আমি জানি, উনি কাঁধে একটু ব্যথা পেয়েছেন। আমাদের ফিজিও আছেন। ৪৮ ঘণ্টার মধ্যে আসলে আপডেটটা বলা যায় না। যেহেতু আমাদের একটা বিরতি আছে। ২৩ তারিখে আরেকটা খেলা আছে। তো আশা করছি, পরের তিন দিনে তিনি আবার ফিরে আসবেন।’