রাজধানীর বাসাবো এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সাগর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির বাবার অভিযোগ, তাঁর মেয়ে বাসার নিচে খেলছিল। তখন একই বাসার ভাড়াটে সাগর শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশু বাসায় এসে কান্না করলে তাঁরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসেস সেন্টার ভর্তি করা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানা–পুলিশ অবগত আছে।