December 28, 2024
Long wave on the coast, dawn on the sea, Tunisia large foam waves in the sand, diagonal clouds, yellow light of dawn in the blue sky

জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি।

জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে।আপনি আপনার আরামদায়ক জীবনে অবস্থান‌ করে, কখনোই পৃথিবীর রহস্য উদঘাটন করতে পারবেন না। ‌ অজানাকে জানতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে।

আপনি যখন কোথাও ঘুরতে যাবেন অথবা ভ্রমণ করবেন। তখন ছোট ছোট বিষয় গুলিও আপনাকে আনন্দ দিবে।ভ্রমণ আপনাকে দৈনিক রুটিনের বাইরে নিয়ে যাবে। নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিবে।আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাপিয়ে উঠি তখনই ভ্রমনে বেরিয়ে পড়া উচিত। হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজে দেশের কোন স্থান।

কিছু সময়ের জন্য বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কারণেও ভ্রমনে বের হওয়া উচিত। কারণ স্থিতিশীল অবস্থা আমাদেরকে ধীরে ধীরে মেরে ফেলে।‌ভ্রমণ বরাবরই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করে। কারণ ভ্রমনে গেলে মানুষ ফুরফুরে হয়ে যায়।এ পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা কিনা জনজীবন নিয়ে প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। শুধুমাত্র ইচ্ছার অভাবে কিংবা অর্থাভাবে ভ্রমণে বের হতে পারছে না।জীবনে অভিযান বা রোমাঞ্চকর কিছু করতে হলে ভ্রমণের বিকল্প নেই। আপনি যখন ভ্রমণে বের হবেন তখন অবশ্যই নতুন কিছু শিখবেন।স্থান পরিবর্তন করেই মানুষ মনের মধ্যে নতুন শক্তি সঞ্চার করে। ভ্রমণ না করলে এই শক্তি আসবে কোথা থেকে?

হৃদয়ের পিপাসা মেটাতে মানুষ ভ্রমণ করতে বেরিয়ে পড়ে। ‌ অজানা উদ্দেশ্যে ভ্রমণ করা সর্বোপরি এক অদ্ভুত অনুভূতি।

মোঃ রহমত উল্লাহ্‌ রায়হান।

Check Also

সামান্য লাল মরিচগুঁড়া খিচুড়িতে দিয়ে ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন।ছবি : সাবিনা ইয়াসমিন

দেখে নিন পঞ্চপদী ডালের খিচুড়ির রেসিপি

শবে বরাতে হালুয়া-রুটির বাইরে চাইলে খেতে পারেন খিচুড়ি। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার উপকরণ: বাঁশফুল চাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.