25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

‘আগামী মাসে দেশের ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

আগামী মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, ‘করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সেই চেষ্টা করছি। বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালোটাকে ধরে রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতা-বিরোধীরা ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সম্প্রতি হেফাজতের মাধ্যমে সরকার পতনের চেষ্টাও করা হয়েছিল। বিএনপি-জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা দলে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।’

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই শোকসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো ও মো. রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমঠবাড়িয়ার মমিন মসজিদ
পরবর্তী নিবন্ধদেশের সবচেয়ে বড় ঝরনায় ভ্রমণ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ