21.8 C
Mathbaria
বুধবার, মার্চ ২২, ২০২৩

বেটা ভার্সন

রবির এমডি মাহতাব উদ্দিন এর পদত্যাগ

মাহতাব উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহতাব উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার মাহতাব উদ্দিন আহমেদের ফেসবুকের পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

পোস্টে তিনি লিখেছেন, ‘আজিয়াটার সঙ্গে আমার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি। এর মেয়াদ আগামী ৩১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। সেসময় পর্যন্ত আমি ছুটিতে থাকব।’

বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন জানিয়ে মাহতাব আরও বলেন, ‘প্রতিটি যাত্রাই কোনো না কোনো সময় শেষ হয় এবং রবিতে আমার গৌরবান্বিত যাত্রাটিও শেষ হতে চলেছে!’

রবি এখনও মাহতাব আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক রবির এক সিনিয়র কর্মকর্তা মাহতাবের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালে মাহতাব উদ্দিন আহমেদ দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি’র প্রথম বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ