25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

শিক্ষার্থীদের মাদক থেকে মুক্ত রাখতে খেলার বিকল্প নেইঃ আশরাফুর রহমান

মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ একাদশ পৌরসভা একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান বলেছেন, কিশোর শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে ফুটবল কিংবা ক্রিকেট নিয়ে মাঠে নামতে হবে। কেননা, কোমলমতি শিক্ষার্থীদের নেশা থেকে দূরে রাখতে হলে পড়াশুনার পাশাপাশি অবশ্যই তাদেরকে খেলায় মনোনিবেশ করতে হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে গোলাম মোস্তফা শহীদ হয়ে দেশ স্বাধীন করেছিলেন। তাঁর নামানুসারেই এই খেলার মাঠ। আমার প্রত্যাশ্যা তোমরাও গোলাম মোস্তফার মতো ভালো খেলা প্রদর্শন করে জেলা, বিভাগ বা আরও উচ্চ পর্যায়ে বিজয় ছিনিয়ে এনে মঠবাড়িয়ার মুখ উজ্জ্বল করবে। আশরাফুর রহমান শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ (অনূর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ একাদশ পৌরসভা একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ-উল-হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক নাজমুল আহসান টুকু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহমেদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ