মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকাস্থ মঠবাড়ীয়া কল্যাণ সমিতির সৌজন্যে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয় । হস্তান্তরের সময় সরাসরি ঢাকা থেকে ভার্চুয়াল লাইভে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মোঃগিয়াস উদ্দিন আহম্মেদ , সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর প্লাস্টিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আইয়ুব আলী ও যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ওবাইদুল হক খান এবং মঠবাড়িয়া থেকে লাইভে যুক্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও(ভারপ্রাপ্ত) জনাব ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম।
হস্তান্তর অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী হাসপাতালের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম , ঢাকাস্থ কল্যাণ সমিতির অন্যতম সদস্য সাংবাদিক সাইদুল হক খান, সাংবাদিক জামান আবির , সাংবাদিক ইসরাত জাহান মমতাজ , সাংবাদিক মাসুদ গাজী,পরিসংখ্যানবিদ সঞ্জীব দেবনাথ সহ আরও অনেকে।
বিঃদ্রঃ ফটো ক্রেডিট মঠবাড়িয়া নিউজ