25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

মেলার উদ্বোধন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এক দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের সরকারি হাতেম আলি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশসানের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেণ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা মোট ৮টি স্টল দিয়েছেন। অংশগ্রহনকারি প্রতিষ্ঠানগুলো হলো, টিকিকাটা নূরানীয়া ফাজিল মাদ্রাসা, কে.এম লতীফ ইনস্টিটিউশন, মিরুখালী স্কুল এন্ড কলেজ, বেতমোড় রাজপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মোমেনিয়া দাখিল মাদ্রাসা। এছাড়া মেলা দেখতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

শিক্ষার্থীদের স্টলগুলো পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে বিকাল ৪টা পর্যন্ত এবং অংশগ্রহনকারী শিক্ষার্থীদ মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কারকৃত করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন- সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল রাশেদ হাওলাদার, খলিলুর রহমান, নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা প্রমূক।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ