25.4 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় যুব রেড ক্রিসেন্ট এর কমিটি অনুমোদন

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলার আওতাধীন যুব রেড ক্রিসেন্ট ৮ ফেব্রুয়ারি পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে জরুরি সভায় মঠবাড়িয়া উপজেলার কমিটি অনুমোদন দেন।

উল্লেখ্য করোণা ভাইরাসের শুরু থেকে মঠবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম করে আসছেন। বিশেষ করে ফ্রী রেজিস্টেশন এবং বিশেষ করে মঠবাড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জনসাধারনের টিকা গ্রহণের সহায়তাসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন।

পিরোজপুর রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের জানান যাহারা মাঠ পর্যায়ে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে তাদের মধ্য থেকে ১৫ সদস্যের এই কমিটিতে দলনেতা বিশ্বজিৎ বিশ্বাস, দলনেতা-১ পলাশ বৈরাগী, দলনেতা-২ সাইফুল ইসলাম, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অনুপম হালদার, উপ প্রধান রাসেল রায়হান, সেবা ও স্বাস্থ্য বিভাগের প্রধান তন্ময় তালুকদার, উপ প্রধান মোঃসোহেল, প্রশিক্ষণ বিভাগের প্রধান দিপা বিশ্বাস, উপ প্রধান সঞ্জয় কুলু, বন্ধুত্ব বিভাগের প্রধান কৃষ্ণা রানী, উপ প্রধান খান মোঃ মাসুম বিল্লাহ, রক্ত বিভাগের প্রধান সোনিয়া আক্তার, উপ প্রধান রিংকি বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের প্রধান অপু কর্মকার ও উপ প্রধান তুষার সাওজাল কে অনুমোদন দেওয়া হয়েছে।

এবিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন মঠবাড়িয়ায় একঝাঁক তরুন সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে আমরা সবাইকে কমিটির আওতায় আনতে পারি নাই তবে পর্যায়েক্রমে বিভিন্ন ইউনিয়ন ও স্কুল কলেজে যুব রেড ক্রিসেন্ট এর কমিটি করে দেশের স্বার্থে যুব সদস্য তৈরি করে সরকারের পক্ষে সেচ্ছাসেবী কাজ করে ব্যাপক গুরুত্ব পালন করার চেষ্টা করবো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ