পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৬ ফুট উচ্চতার বড়দা কালী প্রতিমার পূজা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমার পূজা আগামী রোববার শেষ হবে। সরস্বতী পূজার আগের দিন রাত থেকে তিন দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও সরস্বতী উৎসব ঘিরে দেশের দূরদূরান্ত থেকে লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে উপজেলা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে।
মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, ৩২ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালি পূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৬ ফুটের প্রতিমা নির্মিত হয়। এ ছাড়া ৯৮ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও এ বিশালকৃতির প্রতিমা দর্শণে দেশের দূরদুরান্ত হতে হাজার হাজার হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দসহ অন্যান্য ধর্মের অনুসারী মানুষ এ উৎসব স্থলে সমবেত হচ্ছেন। এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলাও অনুষ্ঠিত হচ্ছে।
কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, ৩২ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবসন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে।