পিরোজপুরের মঠবাড়িয়ায় সুনীল কুমার পাইক (৭৬) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
আহত ওই বীর মুক্তিযোদ্ধা বার্ধক্যজনীত কারনে হাসপাতালে ভর্তি না হয়ে গত চার দিন ধরে বাড়িতে নিজের বিছানায় কাতরাচ্ছেন ।
জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি এ হামলার শিকার হন। এ ঘটনায় তিনি মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার পাইক উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামের প্রয়াত রাইচরণ পাইকের ছেলে।
থানার সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, প্রতিবেশী মৃত. জিতেন্দ্র নাথ পাইকের ছেলে জীবন (৫০), মিলন (৪৫) ও রিপন পাইক (৪৩) এর সাথে বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার পাইকের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত মঙ্গলবার ওই বীর মুক্তিযোদ্ধা জ্বরাজীর্ণ রান্না ঘর মেরামত করতে গেলে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে গুরুতর আহত কওে প্রতিপক্ষরা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় ধানীসাফা ইউনিয়ন বাজারের ডাক্তার চেম্বারে প্রাথমিক চিকিৎসা নেন।
বার্ধক্যজনীত কারনে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নূরুল ইসলাম বাদল সাধারণ ডায়রির সত্যতা নিশ্চিত করে বলেন, বীর মুক্তিযোদ্ধার সাধারণ ডায়রির অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।