24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

কাউখালীতে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে গ্রেফতার

মা শারমিন আক্তার (৪৫), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের কাউখালীতে সাড়ে আট হাজার পিস ইয়াবা, দুই লক্ষাধিক টাকাসহ মা-ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ বুধবার উপজেলার মধ্য শিয়ালকাঠি গ্রামের খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরে পলিথিনে মোড়ানো অবস্থায় এই ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা কেনাবেচায় ব্যবহৃত দুই লক্ষাধিক টাকা জব্দ করা হয়।

কাউখালী থানা ও পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠি গ্রামে খলিলুর রহমানের বাড়িতে তল্লাশি চালায়।

এ সময় বসতঘরে পলিথিনে মোড়ানো সাড়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রিলব্ধ দুই লাখ চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ সময় মাদক মজুদ ও কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশাকে আটক করে পুলিশ। এ সময় তাঁর আরেক ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) পালিয়ে যান।

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা একই পরিবারের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক মজুদ করে কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় কাউখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ