পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য বিয়ে হওয়া এক কলেজছাত্রী (১৯) অপহরণের ঘটনায় অপহরণকারী সবুজ মোল্লাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর নিজ বাড়ি উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ওই গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বামনা উপজেলার কলেজপড়ুয়া ওই ছাত্রী মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে বিয়ে হওয়ার পর বাবার বাড়িতে থেকে স্থানীয় ডৌয়াতলা কলেজে লেখাপড়া করে আসছিল। এদিকে বখাটে সবুজ মোল্লা বিয়ের আগ থেকেই ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করত। সবুজ গত বছরের ২২ নভেম্বর ওই কলেজছাত্রীকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজছাত্রীর স্বামী বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অপহরণকারী সবুজ মোল্লাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।