25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় কৃষি অফিসের চুরি হওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ১

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি অফিসের রহস্যজনক চুরি হওয়া ৬ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় কৃষি অফিসের নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। বর্তমানে গ্রেফতারকৃত ইব্রাহীম আকনের স্বজনরা বিভিন্ন মাধ্যম দ্বারা হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। ইব্রাহীম আকন উপজেলার চরকখালী গ্রামের আবু জাফর আকনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি বিকালে উপজেলা কৃষি অফিসের প্রধান সহকারী আরিফুল ইসলাম সোনালী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা থেকে ৯৪ হাজার টাকা ১০৫ জন কৃষককে প্রশিক্ষণ ভাতা প্রদান করে বাকি টাকা কৃষি কর্মকর্তার কক্ষে ফাইল কেবিনেটের ভিতরে রাখা হয়। পরের দিন সকালে ওই টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ড্রয়ার খুলে টাকা না পেয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন।

মঠবাড়িয়া থানার এসআই কাজী গোলাম সরোয়ার নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকনকে জিজ্ঞাসাবাদ করলে ইব্রাহীম চুরির বিষয়টি স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে পৌর শহরের বহেরাতলা পরিত্যক্ত বীজাগারে লুকিয়ে রাখা ৬ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কৃষি অফিসের প্রধান সহকারী আরিফুল ইসলাম বাদী হয়ে নিরাপত্তা প্রহরী ইব্রাহীম আকনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ