25.9 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় আবারও প্রধানমন্ত্রীর উপহারের ৯০টি ঘর পাচ্ছেন গৃহহীনরা

গৃহহীন পরিবারের অনুকূলে নির্মাণাধীন ৩০টি ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে শিঘ্রই পিরোজপুরের মঠবাড়িয়ায় আবারও ৯০ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে নির্মাণাধীন ৩০টি ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ মো. জসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে আবারও ৯০ টি ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত প্রতিটি ঘরে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। এর আগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ইতোমধ্যে ১৫০ টি ঘর হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ