“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে শিঘ্রই পিরোজপুরের মঠবাড়িয়ায় আবারও ৯০ টি ঘর পাচ্ছেন গৃহহীনরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে নির্মাণাধীন ৩০টি ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ মো. জসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে আবারও ৯০ টি ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত প্রতিটি ঘরে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। এর আগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ইতোমধ্যে ১৫০ টি ঘর হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।