পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আহত ব্যবসায়ীর ভাই মোমিন হাওলাদার বাদী হয়ে ৭জন নামীয় ও ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে পুলিশ এজাহারভুক্ত ৫ নম্বর আসামি কিশোর গ্যাংয়ের সদস্য মিজানকে (১৬) গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে বাসায় রওনা হন ইমরান হাওলাদার। পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ০০৭ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজানসহ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এজাহারভুক্ত আসামি মিজানকে বুধবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।