30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় মিরুখালীতে ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ হাতের কব্জি কাটার চেষ্টা

ইমরান হাওলাদারকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলায় আহত মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার (২২) নামের এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

উপজেলার মিরুখালী বাজারে সোমবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে।

আহত সূত্রে জানাগেছে, উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার মিরুখালী বাজারের ঠিকাদার আহমেদ আলিমের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোমাবার রাত সাড়ে দশটার দিকে ইমরান হাওলাদার শ্রমিকদের বেতন দেবার জন্য আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ বাসায় রওনা হলে পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত “০০৭” নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজান সহ একদল কিশোর ধারালো অস্ত্র নিয়ে ইমরানের উপর হামলা চালায় এবং হাতের কব্জি কাটার উদ্দেশ্যে কোপ দিলে তাতে দুই হাতে গুরুতর জখম হয়। এসময় তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ইমরান হাওলাদারকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা বলেন “০০৭” নামের এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকান্ডে তারা সর্বদাই অতিষ্ঠ থাকেন। রাতের আধারে তারা এমন ছিনতাই অহরহ করে বেড়াচ্ছে। এদের প্রতিহত না করতে এলাকার আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির আশংকা প্রকাশ করেছেন অনেকেই। এর আগে উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নে কিশোর গ্যাংয়ের হামলায় মেধাবী কলেজছাত্র রাহাত হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়।

হামলায় আহত মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার।

এ বিষয়ে ইমরান হাওলাদারের পরিবারসুত্রে জানা গেছে তারা মঠবাড়িয়া থানায় মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ