25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় মৎস্য প্রশিক্ষনে নাম নেই প্রকৃত মাছ চাষীদের

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া উপজেলায় মৎস্য চাষীদের প্রশিক্ষন তালিকায় প্রকৃত মাছ চাষীদের নাম নেই বলে অভিযোগ উঠেছে।

মেরিকালচার নামক সমুদ্রে ভাসমান মাছ চাষের আওতায় তিন দিন ব্যাপী এ প্রশিক্ষন মঠবাড়িয়া মৎস্য অফিসের হলরুমে ১৯ জানুয়ারি শেষ হয় বলে জানা গেছে।

উপকূলীয় ও বঙ্গোপসাগরের জলজ সম্পদ উন্নয়নে ২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলায় মাছ চাষীদের প্রশিক্ষনের নামে মুদি দোকানী, রেন্ট এ কার এমনকি প্রবাসীদেরও তালিকা করা হয়।

এ অনিয়মে শুরুতেই প্রকল্পটি হোচট খেতে পারে বলে ধারনা করছেন অনেকেই।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান জানান, মেরিকালচার এ্যান্ড একুয়াকালচার ট্রেনিং কোর্সের আওতায় উপকূলীয় ২৫ জনকে ভার্চুয়াল প্রশিক্ষন দেওয়া হয়েছে। এটি অভ্যান্ত্যরীন বিষয়। প্রশিক্ষনপ্রাপ্তদের তালিকা পেতে তথ্য অধিকারে আবেদন করতে হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ