পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শহিদুল ইসলাম নামে এক কৃষকের গোয়াল ও রান্নাঘরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা।
এতে বাধা দিলে ওই কৃষকের স্ত্রী কাজল বেগম আহত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর ২ জনকে আটক করেছে।
কৃষক শহিদুল জানান, সদ্য সমাপ্ত বড়মাছুয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আয়শা আক্তার মনির পক্ষে কাজ করি। এরই জেরে বিজয়ী চশমা প্রতীকের সমর্থনকারী ও একই এলাকার ইয়াকুবসহ তার দুই ছেলে জাকারিয়া, ঈসা এবং আবু হেনাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শনিবার সকালে আমার গোয়াল ও রান্নাঘরে হামলা চালায়। এ সময় আমার স্ত্রী কাজল বেগম বাধা দিলে প্রতিপক্ষের এলোপাতাড়ি কিল-ঘুষির আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় সে। পরে আমাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত কাজল বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিষয়টিতে মামলার প্রস্তুতি চলছে।