30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ধারালো অস্ত্রের কোপে প্রবাসীর স্ত্রীকে জখম, স্বর্ণ ও টাকা লুট

ঘটনায় জড়িত মনির হোসেন (৩০) ও শাহাদাৎ (২৯) নামের দু’জনকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করেছে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়ায় ডাকাতি করতে গেলে দস্যুদের চিনতে পারায় ফাতিমা বেগম (৪৫) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করেছে সংঘবদ্ধ দল। পুলিশ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় জড়িত মনির হোসেন (৩০) ও শাহাদাৎ (২৯) নামের দু’জনকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করেছে।

শনিবার গভীর রাতে হারজি নলবুনিয়া গ্রামে সিঁদ কেটে প্রবাসীর বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় এ ঘটনা ঘটে। গুরুতর জখম প্রবাসীর স্ত্রী ফাতিমা বেগম গত দু’দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সে ওই গ্রামের দুবাই প্রবাসী মো: জামাল বাদশার স্ত্রী ও যুবসংহতির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. মিরাজ ইসলামের মা।

এঘটনায় সোমবার সকালে আহত ওই প্রবাসীর স্ত্রী ফাতিমা বেগমের ছোট ছেলে রিয়াজ দু’জন নামীয় আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা সূত্রে জানা গেছে, শনিবার গভীররাতে উপজেলার দাঊদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের দুবাই প্রবাসী মো: জামাল বাদশার বসত ঘরে সিঁদ কেটে একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। পরে ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে বন্দি করে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় প্রবাসীর স্ত্রী ফাতিমা বেগম মোবাইল ফোনের আলোতে একজনকে চিনে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ দস্যু দল ফাতিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনায় জড়িত পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে মনির ও শাহাদৎ নামের দু’জনকে গ্রেফতার করে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল ঘটনায় দস্যুতার অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ