পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনকে মঠবাড়িয়ায় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজন রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত।
উল্লেখ্য, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।