পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার।
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পিএস নিয়োগ দিয়ে বুধবার (৫ জানুয়ারি) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা আবু অালী মো. সাজ্জাদ হোসেনকে একান্ত সচিব (পিএস) পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খানসহ ২১৩ কর্মকর্তাকে গত বছরের ২৯ অক্টোবর পদোন্নতি দেওয়া হয়। পরে তাকে পদায়ন করা হয়।