22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

ভান্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে আব্দুল হাই নির্বাচিত

ভান্ডারিয়া উপজেলার ৪ নং ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪ নং ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুর কবির পেয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপি নির্বাচনে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ৪টি অস্থায়ী ভোট কেন্দ্র সহ মোট ৫২টি ভোট কক্ষে ১৮হাজার ২২জন ভোটারের মধ্যে পুরুষ ৯ হাজার ২১১জন এবং মহিলা ৯ হাজার ১৬জন ভোটার ই.ভি.এম পদ্ধতিতে ভোট প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ