মঠবাড়িয়া উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা মার্কার প্রার্থী ফজলুল হক খান রাহাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লাঙ্গল মার্কার মনোনীত প্রার্থী আলহাজ মোঃ সেকান্দার আলী খান।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডাকবাংলোয় তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল হক খান রাহাতের নেতৃত্বে ২৭ ডিসেম্বর আমার নির্বাচনী প্রচার মাইক ব্যাটারী ও মেমোরী কার্ড ভাংচুর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালায় তিনি কথায় কথায় আমার জীবন নাশের হুমকি দিয়ে আসছেন। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, আমাকে ও আমার দলীয় নেতা কর্মীদের ফাঁসাতে তাদের দলীয় অফিসে আগামীকাল রাতে অগ্নি সংযোগ করে ৫ জানুয়ারী নির্বাচনকে নিয়ে আগাম নিল নকশা করছেন। এ ব্যাপারে আমি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ও একাধিকবার বরিশালে ডিআইজি, পিরোজপুরের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে মুঠোফোনে অবহিত করেছি।
তিনি আরও বলেন, ফজলুল হক রাহাতের ভাড়া করা লোকজন এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের ভোট কেন্দ্রে ওইদিন না যেতে হুঁশিয়ারী দিয়ে আসছে। এমনকি আমি তাদের অস্ত্রের মহড়ার তান্ডবে ভোটারের কাছে যেতে পারছি না। বর্তমানে আমি আমার বাস ভবনে অবরুদ্ধ অবস্থায় নির্বাচনী কাজ পরিচালনা করছি। আপনাদের সামনে আমার এলাকার নির্বাচনী তান্ডবলীলার কিছু চিত্র তুলে ধরতে আজ এখানে হাজির হয়েছি। আপনাদের লিখনীর মাধ্যমে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জানমালের নিরাপত্তা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবী করছি।
এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা জাতীয় পাটির নেতৃবৃন্দগন।