30.3 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলক উন্মোচন

মঙ্গলবার রাতে সদর উপজেলার দুর্গাপুর বাজারে বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক উন্মোচন উপলক্ষে মঙ্গলবার রাতে সদর উপজেলার দুর্গাপুর বাজারে বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বীর মুক্তিযোদ্ধা চত্বরের উদ্বোধন করেন পিরোজপুরে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত শহীদ ওমর ফারুকের বোন ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী।

দূর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মন্নান দরানী, ৩ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦্ নোমান মৃধা, স্থানীয় সমাজ সেবক জাহাঙ্গীর আলম খান। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই অর্জন ও আমরা স্বাধীন সার্বভৌম একটি ভূখন্ড পেয়েছি তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। আজকের উদ্বোধনকৃত স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা চত্বর বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মনে রাখতে সহায়তা করবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ