পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রচারণায় আ‘লীগ প্রার্থীর কর্মী যুবলীগ নেতা মিজানুর রহমান বিপ্লব (৪০) এর হাতের কবজি বিচ্ছিনের ঘটনায় প্রতিবাদ সভা হয়েছে।
রোববার রাতে উপজলার ধানীসাফা বাজারে ইউনিয়ন আ‘লীগ সভাপতি মো. বাচ্চু বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ‘লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ, আ‘লীগ মনোনীত ধানীসাফা ইউপি চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালালুকদার, উপজেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম টুকু পহলান, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি সাইফ মো. সোহেল লস্কর, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, শাহিন মিয়া নবী, আবু ইউসুব রায়হান, প্রচার সম্পাদক আবু জিহাদ, স্থানীয় যুবলীগ নেতা মিল্টন বেপারী, নাসির মাস্টার প্রমূখ।
উল্লেখ্য- ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব গত ২২ ডিসেম্বর বুধবার রাত পৌনে ১০ টার দিকে ধানীসাফা ইউপি নির্বাচনে আ‘লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তালুকদারের নৌকা মার্কার স্টীকার নিয়ে আলগী বাজারে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওণা হন। স্থানীয় আলগী বাজার সংলগ্ন মসজিদের সামনে পৌছানো মাত্রই পূর্ব পরিকল্পণা অনুযায়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (রফিক প্রফেসর) এর সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে রাখে যায়। এ ঘটনায় আহত বিপ্লব এর ভাই মিল্টন মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় ৩২ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন