22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় সাইদুল ইসলাম (১১) নামে পঞ্চম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের মৃত আবদুল হালিমের ছেলে।

জানা যায়, বাবার মৃত্যুর পর সাইদুল তার মায়ের সঙ্গে পাথরঘাটার কেরাতপুর নানা মোতালেব মৃধার বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শী এক অটোরিকশার যাত্রী মো. রিপন মিয়া বলেন, উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কেরাতপুর এলাকায় অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার অটোরিকশার সঙ্গে সাইদুলের ধাক্কা লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু খবর জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ