পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস একতা যুব সংগঠন’ কর্তৃক বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এসময় ৬ জন শিক্ষককে কুরআন শরীফ ও টুপি প্রদান করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে খেতাছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রেন্ডস একতা যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, শিক্ষক রফিকুল ইসলাম, সাপলেজা হোসাইনিয়া হাফেজি মাদ্রাসার হাফেজ সাইদুর রহমান, তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসার হাফেজ মোঃ আশরাফুল ইসলাম, ফ্রেন্ডস একতা যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ শাহ, কোষাধ্যক্ষ সোহাগ হাজী প্রমুখ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রেন্ডস একতা যুব সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সোলায়মান।