পিরোজপুরের মঠবাড়িয়ায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) টিকা প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন উদ্বোধন করলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট পার্লামেন্টিরিয়ান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস- চেয়ারম্যান ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। টিকা প্রদান কার্যক্রম উপলক্ষে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের সভাকক্ষে অধ্যক্ষ আজীম উল হক এর সভাপতিত্বে অন্যানোর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন প্রমূখ।