30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

পিরোজপুুুরে জাটকা উদ্ধারে কোষ্টগার্ডের ফাঁকা গুলি

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরে মাছের আড়তে জাটকা উদ্ধার করতে গিয়ে ফাঁকা গুলি করেছে কোস্টগার্ড। রবিবার ভোররাতে সদর উপজেলার বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে পাইকারী মাছের বাজারে এ ঘটনা ঘটে।

বাদুরা মৎস অবতারণ কেন্দ্রের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন জানান, বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ নিয়ে কয়েকটি ট্রলার বন্দরে আসে। এরপর ভোররাতে তারা মাছ বিক্রি শুরু করে।

পরবর্তীতে হঠাৎ করে রাত সাড়ে ৩টার দিকে কোস্টগার্ডের দলটি দল সিভিলে আড়তে প্রবেশ করে। সেখান থেকে ৬-৭ জন ব্যবসায়ীর ৬৮ পন (প্রায় সাড়ে পাঁচ হাজার) ইলিশ মাছ ঝুড়িতে করে ট্রলারে তুলে নেয়। এসময় স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের বাধা দিলে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড সদস্যরা এবং ঘটনাস্থল ত্যাগ করে। ইকবাল হোসেন আরো জানান, বিক্রির জন্য রাখা মাছগুলোর মধ্যে সামান্য কিছু ছোট ইলিশ ছিল।

তাই জাটকা নিয়ে বড় মাছগুলো রেখে যাওয়ার জন্য অনেক অনুরোধ করার পরও কোস্টগার্ড সদস্যরা এতে কোন কর্ণপাত করেনি। এ সময় কোস্টগার্ডের সাথে পুলিশ, ম্যাজিস্ট্রেট কিংবা মৎস বিভাগের কেউই উপস্থিত ছিলেন না। বাদুরা মৎস অবতারণ কেন্দ্রে জাটকা বিরোধী অভিযান পরিচালনার কথা স্বীকার করে কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যন্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, সমুদ্র থেকে অবৈধভাবে আহরিত ১৬ মন জাটকা বিক্রির সময় সেগুলো বাদুরা মৎস অবতারণ কেন্দ্র থেকে উদ্ধার করে কোস্টগার্ড। এরপর সেগুলো ভান্ডারিয়ার ৬টি এতিমখানায় বিতরণ করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ