25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়া রিভার্স অসমোসিস পানি প্লান্ট এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

মঠবাড়িয়ায় পানি প্লান্ট স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি ডা. রুস্তুম আলী ফরাজি

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের পুকুরে রিভার্স অসমোসিস (আর.ও/ পানি) প্লান্ট স্থাপনে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ ডাঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে কলেজের সভাকক্ষে অধ্যক্ষ আজীম উল হক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাল, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহুল আমীন, সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, জাপা নেতা রহমান আল নোমান, সমাজ সেবিকা শামীমা সুলতানা রোজি প্রমূখ।

উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ সাত্তার খান লিটন বলেন, রিভার্স অসমোসিস (আর.ও/ পানি) প্লান্ট স্থাপনে জায়গা নির্ধারণ করা হয়েছে। আগামীকালই প্রাথমিক ভাবে পরীক্ষা-নীরিক্ষার কাজ শুরু করবো। পরে ভবন নির্মান ও যন্ত্রপাতি দ্রুতগতিতে স্থাপণ করা হবে। এত সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। গ্রমীণ পর্যায় নিরাপদ ও বিশুদ্ধ পানির জন্য আর.ও/ পানি প্লান্ট এর কোন বিকল্প নেই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ