21.5 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ: ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

এসময় মন্ত্রী বলেন, সারা বাংলাদেশের সকল অরক্ষিত বধ্যভূমি সংরক্ষন করা হবে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক বলেছেন, সারা বাংলাদেশের সকল অরক্ষিত বধ্যভূমি সংরক্ষন করা হবে।

প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করবে শেখ হাসিনার সরকার।

মন্ত্রী আজ সোমবার পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন ও মুক্তিযোদ্ধা ও সূধী জনের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন।

এসময় মন্ত্রী মোজাম্মেল হক বলেন, সফল রাস্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশে আজ বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, স্বাস্থ্যসেবা সহ সকল বিষয়ে বিশ্বের উন্নয়নের রোলমডেলে পৌছেছে। একমাত্র শেখ হাসিনার সরকারই পেরেছে ১ জানুয়ারীর দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক সবার হাতে তুলে দিতে। এত অল্প সময়ে পৃথিবীতে আর কোন দেশ এভাবে এগোতে পারেনি ।
আজ সোমবার বেলা ১১ টায় ভান্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা ও সূধী জনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ