21.5 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় বিসিএস ক্যাডারভুক্ত ৪ কৃতি প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্রেস্ট ও ফুল দিয়ে তাদের সংবর্ধিত করেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিসিএস ক্যাডারভুক্ত ৪ কৃতি সাবেক ছাত্রকে একটি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে ৮৫ নং ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়েজন করে। সরাকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্রেস্ট ও ফুল দিয়ে তাদের সংবর্ধিত করেন। এর আগে বিদ্যলয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ কয়েকশত গ্রামবাসি তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সংবর্ধিত ৪ ক্যাডারভুক্ত সন্তানরা হলেন- উপজেলার সবুজ নগর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে দিঘালীয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর আলম (৩৩তম বিসিএস প্রশাসন), তার ছোট ভাই আরিফুল ইসলাম (৩৮তম বিসিএস শিক্ষা), একই গ্রামের মো. ফজলুল হকের মেয়ে ডা. ফারজানা ইয়াসমিন (৪২তম বিসিএস স্বাস্থ্য), সাপলেজা গ্রামের সাবেক শিক্ষক মৃত হাবিবুর রহমানের ছেলে ডা. রাকিবুর রহমান (৩৯তম বিসিএস স্বাস্থ্য)।

পরে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সহকারী কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমূখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ