জনগণের সঠিক নিরাপত্তা দানসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যে নেতা বা জনপ্রতিনিধি কথায় ও কাজে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অদম্য গতিতে কাজ করে যান তাকে কেউ রুখতে পারে না।
যার দৃশ্যমান প্রতিচ্ছবি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সফল বড়মাছুয়ার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার। তারুণ্যের উচ্ছ্বাসে ভরা উদীয়মান বড়মাছুয়ার কর্মবীর নামে খ্যাত দীর্ঘদিনের অগোছালো এলাকাকে ৫ বছরের দেয়া জনতার অর্পিত পবিত্র আমানতকে যথার্থরূপে মূল্যায়ন করে নিজের মতো করে সাজিয়েছেন।
এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেয়া সহ ঘরে ঘরে বিদ্যুৎ রাস্তা ঘাট উন্নয়ন, করোনাকালীন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু প্রতিটি মধ্যবিত্ত পরিবারে অবিরাম গতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে সকল শ্রেণি পেশার মানুষের হৃদয় ভালোবাসার চিরন্তন স্থান করে নিয়েছেন। অনাকাঙ্খিত ভাবে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এবার নৌকা প্রতীকে মনোনায়ন না পেলেও জনতার অনুরোধে ১১নং বড়মাছুয়া ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী আয়শা আক্তার মনির সাথে।
এলাকাবাসী জানান, আমাদের মাঝে তিল তিল করে বেড়ে ওঠা বার বার পরিক্ষিত নাসির আমাদের একমাত্র অভিভাবক ও দুঃসময়ের সহ যাত্রী। এছাড়া আমরা তার সমকক্ষ কাউকে দেখছি না। নির্বাচনী মাতাল হাওয়ায় কারো কারো অতিথি পাখির মতো অন্য জনপদ থেকে এ জনপদে আগমন ঘটলেও তা হয়তো কথার কথায় সীমাবদ্ধই থেকে যাবে। আমাদের প্রয়োজনে আমরা নাসির উদ্দিনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যেখানে জীবনের বিনিময়ে হলেও অবাধ, সুষ্ঠু ও নিরাপেক্ষ ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকব।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, বড়মাছুয়া আমাদের দৃষ্টিতে একটি ঝুঁকিপূর্ণ এলাকা, যে কারণে ইতোমধ্যেই ওই এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাতে বহিরাগতসহ নাশকতাকারীদের অতিসহজে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় সে সিদ্ধান্তে অবিচল থাকতে সে যে হোক তাকে সামান্যতম ছাড় দেয়া হবে না।
নাসির উদ্দিন হাওলাদার বলেন, শাসক নয়; সেবক হয়ে আমি শুধুমাত্র বড়মাছুয়ার জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। পুনরায় সর্বস্তরের মানুষের উজাড় করা ভালোবাসা নিখাঁদ সিদ্ধান্তের ওপর আস্থা ও সৃষ্টিকর্তার কৃপায় ইনশা আল্লাহ বড় মাছুয়াবাসীর বিজয়কে তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই।