পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২০-২০২১ ও ২০২১-০-২০২২ অর্থ বছরে গ্রমীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষ (টিআর) প্রকল্প শতভাগ বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্টদের সাথে পিআইসি এর কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ রুস্তুম আলী ফরাজি।
সোমবার সকালে স্থানীয় কেএম লতীফ ইনস্টিটিউশন মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাহফুজুর রহমান, প্রভাষক আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম, মাওলানা আফজাল, এমপির গণ সংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু। এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত শতাধিক পিআইসি এর কমিটির সদস্যদের উন্মুক্ত মতামত গ্রহণ করেন।
প্রধান অতিথি ডাঃ রুস্তম আলী ফরাজি বর্তমান সরকারের ভুয়সী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে ব্যপক সাফল্য অর্জন করেছেন। তিনি গ্রামকে শহরে রূপান্তিত করার জন্য গ্রামীণ অবকাঠামোর ব্যপক উন্নয়ন করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ স্বনির্ভর ও ডিজিটাল বাংলায় উন্নীত হবে। এসময় তিনি প্রকল্পের সকল কাজ শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দেন।