24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

বঙ্গোপসাগরে পাঁচদিন ধরে ভাসতে থাকা পাথরঘাটার ১৩ জেলে উদ্ধার

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র কোস্টগার্ডের একটি দল।

উদ্ধার হওয়া সবার বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায়।

গত ২৮ নভেম্বর তারিখে বরগুনার পাথরঘাটা থেকে এই ১৩ জন জেলে এমভি হাওলাদার নামে একটি ফিশিং বোট যোগে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়।

কয়েকদিন মাছ ধরার পর গত এক ডিসেম্বর তারিখে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। কিন্তু তখন বোটটি ছিলো মোবাইল নেটওয়ার্কের বাইরে, যে কারণে তাদের বিপদের কথা কাউকে জানাতে পারেনি। পাঁচদিন সাগরে ভাসার পর পাঁচ ডিসেম্বর তারিখ দুপুরে মোবাইল নেটের আওতায় আসলে জামাল নামে একজন জেলে ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার সহায়তা চান।

কিন্তু কলার জামাল তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি, শুধু জানিয়েছিলেন পাথরঘাটা থেকে পূর্বদিকে বঙ্গোপসাগরে আঠারো ঘণ্টা বোট চালিয়ে যাওয়ার পর তারা কয়েকদিন মাছ ধরে এবং পরে তাদের বোট বিকল হয়ে পড়ে, এরপর পাঁচদিন ধরে তারা সাগরে ভাসছিলেন। ৯৯৯ কলটেকার কনষ্টেবল নাসির কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল নাসির তাৎক্ষণিকভাবে কোষ্টগার্ড সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ, ভোলা কোষ্ট গার্ড, বরগুনা কোষ্টগার্ড এবং মংলা কোষ্টগার্ডকে বিষয়টি জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এ এস আই আল মামুন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

কোষ্টগার্ড উদ্ধারকারী দল কলারের সাথে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে একটি মোটামুটি ধারণা লাভ করে, সে অনুযায়ী দুপুর দুইটার দিকে ভাসান চর কোষ্ট গার্ডের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে রওনা দেয়। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তখন সাগর ছিল উত্তাল,সাগরে তিন নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হচ্ছিল তখন। তারপরও কোষ্টগার্ড উদ্ধারকারী দল জিপিএস সনাক্তকারী যন্ত্রের সহায়তা নিয়ে প্রায় বঙ্গোপসাগরে দশ/বারো নটিক্যাল মাইল তল্লাশি চালিয়ে বিকল নৌযানটিকে চিহ্নিত করতে সমর্থ হয়।

অবশেষে পাঁচ ডিসেম্বর বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে হাতিয়ার নিঝুম দ্বীপ হতে পনেরো কিঃমিঃ পূর্বে বঙ্গোপসাগর থেকে তের জন জেলে সহ ফিশিং বোটটি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত বোট এবং জেলেদের রাত একটার দিকে ভাসানচর কোষ্ট গার্ড স্টেশনে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত জেলেরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তারা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছালে প্রথমে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বোটের মালিককে খবর দেয়া হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে বোটের মালিক পক্ষ উদ্ধার কারী বোট নিয়ে হাজির হলে উদ্ধারকৃতদের হস্তান্তর করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ