পিরোজপুর জেলা দক্ষিণ ডিবি (মঠবাড়িয়ায় অঞ্চল) পুলিশের অভিযানে তানভির খান ওরফে তারেক খান (২৫) ইয়াবা সহ গ্রেফতার হয়েছে।
তারেক খান উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের এমাদুল খানের ছেলে।
ডিবি পুলিশের এস আই মো. হানিফ মোল্লা জানান, শুক্রবার রাতে থানা সম্মূখ সড়কে আজাহার কলনী পুকুর পাড় এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে বেশ কয়েক জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও তারেক খানকে আটক করতে সক্ষম হই। এসময় তার দেহ তল্লাসী করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করি। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করি।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ডিবি পুলিশের এস আই মো. হানিফ মোল্লা বাদি হয়ে মাদক ব্যবসায়ী তারেক খানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। গ্রেফতারকৃত তারেক খানকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।