পিরোজপুরে মঠবাড়ীয়ায় আসন্ন পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
মঠবাড়ীয়া উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন তাদের কাউকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়নি।
মঠবাড়ীয়া উপজেলা ৪টি ইউনিয়নের ২নং ধানিসাফা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ, ৪নং দাউদখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান (রাহাত), ৬নং টিকিকাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, ১১ নং বড়মাছুয়া মোছাঃ আয়েশা আক্তার।