24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

ভাণ্ডারিয়ায় নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ শুক্রবার (৩ডিসেম্বর) বিকালে উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের ১দিন পর শান্ত হাওলাদার (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে।

সে নদমূলা গ্রামের মো. লোকমান হাওলাদার এর ছেলে এবং নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।

স্কুল ছাত্রের বাবা লোকমান হাওলাদার জানান, শান্ত বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের একদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদার এর বাড়ী লাগোয়া একটি ডোবা থেকে ছেলেটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুলিশ শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান ওসি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ