24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

বেতাগীতে প্রধান শিক্ষকের অনিয়মে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরগুনার বেতাগীর কুমড়াখালী শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভে করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থী লাকি আক্তার, ফাহাদুজ্জামান, অভিভাবক আব্দুস সোবহান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য সুমন কুমার রায়, বরখাস্তকৃত শিক্ষক শিখা রানী, দীপক কুমার, বিনয় ভূষণ হাজরাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুমড়াখালীর শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি স্বদেশ কুমার রায় সুব্রত নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের বরখাস্তসহ নানা অনিয়মে যুক্ত ছিলেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ