পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ ডিসেম্বর বুধবার দুপুরে শতাধিক দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন প্রতি বুধবার দুপুরে এ খাবারের আয়োজন করেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, সংগঠনের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মনির হোসন, সদস্য ফাহিমা আক্তার প্রমূখ। বক্তারা সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের দুঃস্থ ও প্রতিবন্ধীদের সাহায্যার্থে এগিয়ে আসার আহŸবান জানান।